কুমিল্লায় বিএনপির সমাবেশ, প্রস্তুত ১০ গরু

আগামী শনিবার (২৬ নভেম্বর) বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সফল করতে দলের সাংগঠনিক বিভাগের সর্বত্র চলছে ব্যাপক প্রচার। এ বিষয়ে প্রস্তুতি সম্পন্নপ্রায়। ইতিমধ্যে বিভাগীয় গণসমাবেশের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে গোটা নগরী। প্রস্তুত হচ্ছে মঞ্চ। আশপাশের জেলা থেকে নেতা-কর্মীরা সমাবেশস্থলে ছুটছেন। তাদের মধ্যে উৎসবের আমেজ।
এইদিন নগরীর টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হওয়ার ঘোষণা রয়েছে।কুমিল্লার এই গণসমাবেশে অংশ নিতে চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে নেতা-কর্মীরা দলে দলে ছুটছেন। নেতা-কর্মীদের ভূরিভোজের জন্য ১০টি গরুর ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা। আজ বৃহস্পতিবার টাউন হল এলাকায় সমাবেশস্থলে দেখা যায়, মাঠের উত্তর পাশে চলছে বাঁশ ও লোহার রড দিয়ে মঞ্চ তৈরি। মাঠের পাশে রামঘাট এলাকায় এরই মধ্যে চারটি গরু আনা হয়েছে। রাতে আরও ছয়টিসহ মোট ১০টি গরু জবাই করা হবে সমাবেশে অংশ নেয়া নেতা-কর্মীদের জন্য।
জানা যায়, শনিবারের গণসমাবেশে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার রাত থেকে সমাবেশস্থল কান্দিরপাড় এলাকায় নেতা-কর্মীদের খাবারের আয়োজন করেছেন মহানগর বিএনপির নেতারা।মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু জানান, ‘১০টি গরুর ব্যবস্থা হয়েছে। নেতা-কর্মীরা অনেকে শহরে পৌঁছে গেছেন। তাদের ভূরিভোজের জন্যই এই আয়োজন। কুমিল্লায় হবে স্মরণকালের সেরা সমাবেশ। এর জন্য আমাদের প্রস্তুতি অনেক বেশি। কোনো নেতা-কর্মী যেন কষ্ট না পান তার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।’
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশীদ ইয়াছিন জানান, ‘বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালেই নেতা-কর্মী সবাই পৌঁছে যাবেন। চারদিকে উৎসবের আমেজ। গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির নেতা-কর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ।’এদিকে বিএনপির সমাবেশ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে বলে জানান কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান।এসপি বলেন, ‘যেকোনো সমাবেশ আয়োজন হলে পুলিশ সতর্ক থাকে। এটা স্বাভাবিক। আমরা সতর্ক থাকব যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সাধারণ মানুষের যেন সমস্যা না হয়। আমাদের বাড়তি নজরদারি থাকবে সড়কগুলোতে, যেন যানজট সৃষ্টি না হয়।’
উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কুমিল্লা নগরীর টাউন হল মাঠে সবশেষ সমাবেশ করেন। ৮ বছর পর শনিবার একই মাঠে গণসমাবেশ করবে বিএনপি।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
নিবন্ধন নং- ৩২
© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]
পাঠকের মন্তব্য: