ব্রাজিলের খেলার সময় আর্জেন্টিনা ভক্তরা টিস্যু রাখুন

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ০৯:২৩ এএম

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচটা জয় দিয়েই শুরু করেছে ব্রাজিল। ইউরোপের দল সার্বিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে নেইমার বাহিনী। এদিন ফেবারিটের তকমা নিয়ে মাঠা নামা ব্রাজিলের কাছে পাত্তাই পায়নি সার্বিয়া।

বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনার শেষ নেই বাংলাদেশের ফুটবল প্রেমীদের। নিজ নিজ পছন্দের দেশকে সমর্থন জানাতে জার্সি-পতাকা নিয়ে ব্যতিব্যস্ত তারা। শুধু কী তাই, নানাভাবে এই উন্মাদনা চলে সামজিক যোগাযোগমাধ্যমেও। চলে নানা রকমের মিম চালাচালি ও স্ট্যাটাস যুদ্ধ।

এ থেকে ব্যতিক্রম নয় শোবিজ অঙ্গনের তারকারাও। এ দেশের ফুটবল প্রেমীদের বড় একটি অংশই আর্জেন্টিনা ও ব্রাজিল শিবিরে বিভক্ত। তেমনই একজন ব্রাজিল সমর্থক চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

নেইমারদের ম্যাচের আগে ব্রাজিলের জার্সি গায়ে রাত সাড়ে ৮টার দিকে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘আর্জেন্টিনা ফ্যানরা আজকে ব্রাজিলের ম্যাচ দেখতে ভুলবেন না কিন্তু। আর সাথে টিস্যু রাখবেন অবশ্যই, আপনাদের কাজে লাগবে।’ স্ট্যাটাসের সঙ্গে জুড়ে দিয়েছেন হাসির ইমোজি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: