গণসমাবেশের আগেই কুমিল্লায় বিএনপির লাখো নেতাকর্মী

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে এখনও বাস বন্ধের খবর আসেনি। তবে পরিবহন ধর্মঘটের আশঙ্কায় আগেই চলে এসেছেন পার্শ্ববর্তী বিভিন্ন জেলার নেতাকর্মীরা। কুমিল্লার ঐতিহাসিক টাউনহল মাঠে আসাদের বেশিরভাগই যুবক। অধিকাংশের কাঁধে ব্যাগ। সেখানে ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে মিছিল করছেন তারা। থেমে থেমে চলছে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান। শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ।
বিএনপি নেতারা জানান, ইতোমধ্যে কুমিল্লার পাশের জেলাগুলো থেকে কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলে পৌঁছেছেন। অন্য সমাবেশগুলোর মতো কুমিল্লা বিভাগেও যারা ধর্মঘটের আশঙ্কা করছেন, তারা আগেই চলে আসছেন।
বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, বাস বন্ধের কোনো খবর এখনও আসেনি। আর বাস বন্ধ করেও লাভ হবে না। নেতাকর্মীরা কুমিল্লায় চলে আসছেন। যে করেই হোক নেতাকর্মীরা কুমিল্লায় পৌঁছাবেন। বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাধা দেওয়ার খবর আসছে। তবে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। এবারের সমাবেশে কুমিল্লায় ইতিহাস হবে।
এদিকে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, শুধু বিএনপির লোকজন নয়, সাধারণ মানুষও দুইদিন আগে সমাবেশস্থলে হাজির হয়েছেন। ২৬ তারিখ কুমিল্লায় জনবিস্ফোরণ হবে। আমাদের নেতা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছেন। কারও যাতে অসুবিধা না হয়, সে বিষয়টি আমরা খেয়াল রাখছি। প্রসঙ্গত, ২০১৪ সালের পর ২০২২ সালের নভেম্বরে কুমিল্লায় সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। ২০১৪ সালের সর্বশেষ সমাবেশে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: