রায়পুরায় টিপিএল ফাইনালে জয়ী এস.এ কম্পিউটার ক্রিকেট এলিভেন

শতদল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত টিপিএল ফাইনালে মোল্লা ভাইকিংসকে ৪ উইকেটে হারিয়ে এস.এ কম্পিউটার ক্রিকেট এলিভেন ৯ম আসরের টুর্নামেন্ট জয়ী। শুক্রবার (২৫ নভেম্বর) নরসিংদী রায়পুরায় রায়পুরা সরকারি কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। শতদল স্পোর্টিং ক্লাবের সভাপতি খন্দকার শাহ নেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শতদল স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মো. সাজেদুল ইসলাম ভূইয়া, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, অব. সেনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন, বিশিষ্ট কবি ও লেখক উপজেলা শিক্ষা অফিস রায়পুরা মো. আনোয়ার হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শতদল স্পোর্টিং ক্লাবের আজীবন সদস্য মো. মাহবুবুর রহমান সেলিম, প্রেসিডিয়াম সদস্য কাজী শহিদুর রহমান, মো. শফিকুল ইসলাম, শতদল স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. শামীম মোল্লা, সহ সভাপতি মো. জুয়েল ভূঞা, ম্যানেজার ওয়াল্টন প্লাজা মো. সুমন মিয়া, শতদল স্পোর্টিং ক্লাবের স.কল্যাণ সম্পাদক আল-আমিন, মডার্ণ ফার্মা প্লাস শ্রীরামপর রেলগেইট এর প্রোঃ মো. রুবেল মিয়া, ক্রীড়া প্রেমী মো. রমজান সহ ক্লাবের কর্মকর্তা সদস্যবৃন্দ ও উৎসবমুখর দর্শনার্থী।
প্রথমে টস জিতে মোল্লা ভাইকিংস ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। জবাবে ১১৯ রানের টার্গেটকে সামনে রেখে দূর্দান্ত ব্যাটিং করে এস.এ কম্পিউটার একাদশ। মোল্লা ভাইকিংসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংকে সামাল দিয়ে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারের ৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে এস.এ কম্পিউটার একাদশ। ফলে এস.এ কম্পিউটার একাদশ ৪ উইকেটে টিপিএলের ৯ম আসরের জয়ের ট্রফি হাতে তোলে নেয়।
ম্যাচ অব দ্যা ম্যাচ হয় সাকিব, সেরা ব্যাটসম্যান শাহ পরাণ, সেরা বলার জুনায়েদ এবং ম্যান অব দ্যা টুর্ণামেন্টের কৃতিত্ব অর্জন করে ক্রিকেট এলিভেনের আলমগীর। খেলাটি উদ্বোধন করেন মো. আনোয়ার হোসেন ও মাহবুবুর রহমান সেলিম।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে ত্রিশ হাজার টাকা প্রাইজমানি সহ জয়ী ট্রফি এবং রানার্সআপ দলকে ২০ হাজার প্রাইজমানি ও ক্রেস্ট তুলে দেন।
শতদল স্পোর্টিং ক্লাবটি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে খেলাধুলার পাশাপাশি সামাজের অবহেলিত মানুষের উন্নয়নে কার্মকান্ড পরিচালনা, শীত বস্র বিতরণ, মাদক বিরোধী কর্মকান্ড, রক্ত দান সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে এবং আগামীতেও খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়ন সহযোগিতা অব্যহত থাকবে বলে আসাব্যক্ত করেন ক্লাবের সভাপতি
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: