গৃহপরিচারিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে বৃদ্ধের ‘হার্ট অ্যাটাক’, পলিথিনে মরদেহ উদ্ধার

গৃহপরিচারিকার সঙ্গে সংগমরত অবস্থায় ৬৭ বছরের এক ব্যবসায়ীর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। তার নাম বালাসুব্রামানিয়াম। বৃদ্ধের মৃত্যুর সঙ্গে পুলিশ তাঁর সম্পর্ক খুঁজে পেতে পারে এই ভয়ে গৃহপরিচারিকা ওই নারী তাঁর ভাই এবং স্বামীর সহায়তায় বালার মরদেহ গুম করে ফেলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, পুলিশ জানিয়েছে বালাসুব্রামানিয়ামের মৃত্যুর পর নিজের স্বামী এবং ভাইকে ডাকেন ওই নারী। পরে তাঁরা তিনজন মিলে পলিথিন দিয়ে মুড়িয়ে ফেলেন বালার মরদেহকে। এবং এরপর মরদেহ জেপি নগরের একটি জনশূন্য জায়গায় ফেলে আসেন।
পুলিশ আরও জানিয়েছে, ওই ব্যক্তির কল রেকর্ড ঘেঁটে জানা গেছে, ওই ব্যক্তি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার ওই নারীর বাড়িতে যাতায়াত করেছেন। বালাসুব্রামানিয়ামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্প্রতি তাঁর এনজিওগ্রাম করানো হয়েছে। ঘটনার দিন তিনি তাঁর ব্যক্তিগত কিছু কাজ আছে বলে বাড়ি থেকে বের হয়ে যান।
এদিকে, পুলিশের একটি সূত্র জানিয়েছে—‘জিজ্ঞাসাবাদে ওই নারী দাবি করেছেন, লোকটির হার্ট অ্যাটাক হয়েছিল এবং তার বাড়িতেই বালার মৃত্যু হয়েছিল। তাঁর মৃত্যুতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং সাহায্যের জন্য তাঁর স্বামী এবং ভাইকে ডাকেন। তাঁরা পৌঁছানোর পর একটি প্লাস্টিকের প্যাকেজে মৃতদেহটি মুড়ে ফেলে দেয় একটি জনবিচ্ছিন্ন এলাকায়।’
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: