প্রধানমন্ত্রীর জনসভায় চুরি যাওয়া ১২ মোবাইল উদ্ধার

                       
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ২৬ নভেম্বর ২০২২
ছবি” সংগৃহীত

যশোরে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভা থেকে চুরি হওয়া ১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট পুলিশ। চুরির সঙ্গে জড়ির থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আব্দুল লতিফের ছেলে ইমরান হোসেন (৩৭) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাঠেরপুল এলাকার হারুন ভূঁইয়ার ছেলে সোহাগ ভূঁইয়া (২৬)।

তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার দুপুরে রাজবাড়ীর আদালতের নির্দেশে গ্রেপ্তার ইমরান এবং সোহেলকে জেলহাজতে পাঠানো হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘গ্রেপ্তার ইমরান ও সোহাগ দুজনই পেশাদার চোর। গত ২৪ নভেম্বর যশোরে অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা থেকে তারা ১২টি মোবাইল ফোন চুরি করে। শুক্রবার রাতে মোবাইলগুলো নিয়ে তারা বাসযোগে দৌলতদিয়া ঘাট দিয়ে রাজধানী অভিমুখে যাওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।’

ইমদাদ/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]