আরো ১৫টি কচ্ছপ জলাশয়ে অবমুক্ত, দু’জনকে জরিমানা

                       
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, ২৬ নভেম্বর ২০২২

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) থেকে: পাইকগাছা থেকে উদ্ধারকৃত আরো ১৫টি কচ্ছপ জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। খড়িয়া ঢেমশাখালী গ্রামের নিরঞ্জন ঢালীর ছেলে স্বপন ঢালী (৪৫) ও একই এলাকার সুজিৎ সানার ছেলে দেবব্রত সানা (৪০) এলাকা থেকে দেশীয় প্রজাতির কচ্ছপ সংগ্রহ করে শুক্রবার সকালে সোলাদানার আমুরকাটা বাজার এলাকায় বিক্রি করছিল।

খবর পেয়ে থানা পুলিশের এএসআই নাসির উদ্দীন ১৫টি কচ্ছপ সহ তাদের দু’জনকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের আওতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মমতাজ বেগম আটক দু’জনকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে উদ্ধারকৃত কচ্ছপ সরল খাঁ দীঘিতে অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার আব্দুল হাকীম ও আনসার সদস্য রাকিব।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]