ভৈরবে জুতার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ০৫:৩৩ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে জুতার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের সামনে হাজী মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন। মার্কেটের তৃতীয় তলায় জুতা ও প্লাস্টিকের দোকান রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: