জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সখীপুরে এমপিকে সংবর্ধনা

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ০৯:২৫ পিএম

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) এর সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দ্বিতীয় বার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) বিকেলে সখীপুর সম্মিলিত নাগরিক মঞ্চের উদ্যোগে সখীপুর উপজেলা পরিষদ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ।

সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ ও সখীপুর সম্মিলিত নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক অধ্যাপক আলীম মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধেয় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, ভূয়াপুর- গোপালপুর আসনের এমপি তানভীর হাসান (ছোট মনির)।

অন্যদের মধ্যে এসময় সম্মিলিত নাগরিক মঞ্চের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, দেশ বরেণ্য শিল্পী মমতাজ বেগম গান পরিবেশন করে হাজার হাজার দর্শক মাতিয়ে রাখেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: