এসএসসি পরিক্ষার ফলাফলে জয়পুরহাট গার্লস কডেট কলেজ শীর্ষে

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ০৩:২৯ পিএম

এসএসসি পরিক্ষার সোমবার ঘোষিত ফলাফলে এবারও জেলায় শীর্ষে রয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এখানে ৫১ জন শিক্ষার্থীর সকলেই গোল্ডেন জিপিএ-৫ লাভ করেছে। এ ছাড়াও জেলার অন্যান্য সরকারি স্কুল গুলোও তুলনামূলক ভালো ফলাফল করেছে। প্রতি বছরের ন্যায় এবারও শীর্ষ স্থান দখল করেছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ।

এ প্রতিষ্ঠানের ৫১ জন পরীক্ষার্থীর সকলেই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও জেলা স্কুল নামে খ্যাত শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয়ে ২২৯ জন পরীক্ষার্থী সকলেই পাশ করেছে। বিদ্যালয়টিতে জিপিএ-৫ পেয়েছে ২১৮ জন।

জয়পুরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৪০ জন পরিক্ষার্থীর মধ্যে ২৩৯ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ২০৯ জন। জয়পুরহাট কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫৪ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। এ ছাড়াও উপজেলা পর্যায়ে স্কুল গুলোতেও ভালো ফলাফল করেছে বলে জানা গেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: