আমতলীতে সড়ক দুর্ঘটনায় দুই সহোদর নিহত

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ১১:৪৭ এএম

বরগুনার আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে সড়ক দূর্ঘটনায় দুই সহোদর আলম আকন (২৫) ও আবদুল্লাহ আকন (১৮) নিহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের মহিষকাটা বাজারের মোতালেব মাস্টারের বাড়ীর সম্মুখে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রোমান পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৯০৬৬) নামের একটি যাত্রীবাহি বাস বিপরীত দিক থেকে আসা ভাঙ্গারি মালামাল বোঝাই একটি পায়ে চালিত ভ্যানকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ভাঙ্গারি ব্যবসায়ী দুই সহোদর আলম আকন ও তার ছোট ভাই আব্দুল্লাহ আকন নিহত হন। নিহত দুই সহোদর উপজেলার মহিষকাটা গ্রামের আকন বাড়ির ইসরাইল আকনের পুত্র।

সংবাদ পেয়ে আমতলী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় দুই সহোদর ভাঙ্গারি ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দুই সহোদরের মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: