বড়পর্দা থেকে রাজনীতির মাঠে দখল করছেন মাহি

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ১২:২৮ পিএম

বাংলাদেশের বড় পর্দার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমায় অভিনয় করলেও পাশাপাশি স্বামী-সংসার ও ব্যবসায় সময় দিয়ে থাকেন তিনি। নতুন বিয়ের পরে চলতি বছরের শুরুতে মা হতে যাওয়ার খবর জানান। আর বর্তমানে অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী।

মাহিয়া মাহি সিনেমার তারকা হলেও পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হচ্ছেন। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন। আগামী ২ বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহি। আর দায়িত্বে যাওয়ার পরপরই শুরু করেছেন নিয়মিত জনসংযোগ। সেসব ছবিও পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গতকাল (২৮ ডিসেম্বর) রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মোহনপুর ইউনিয়নের নারীদের নিয়ে জনসংযোগের পর ফেসবুকে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে বাড়ির আঙিনায় কৃষি উৎপাদনের লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মোহনপুর ইউনিয়নে ‘মা সমাবেশ’ এর মাধ্যমে মৌসুমী বীজ বিতরণ করি এবং সরকারের ব্যাপক উন্নয়ন ও সাফল্য মা বোনদের মাঝে তুলে ধরি।’ এই জনসংযোগকে মাহি ‘মা সমাবেশ’ হিসেবে উল্লেখ করেছেন। উল্লেখ্য, ‘অগ্নি’ খ্যাত অভিনেত্রীর স্বামী রাকিব সরকারও রাজনীতির সঙ্গে জড়িত। তিনি গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: