রাবিতে বুস্টার ডোজ টিকা দেওয়া হবে ৫-৬ ডিসেম্বর

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ০৩:৪৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে আগামী ৫-৬ ডিসেম্বর। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রেরিত এক সময় বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫-৬ নভেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। এই সময়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ এই টিকা নিতে পারবে। বুস্টার ডোজ নেওয়ার জন্য দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার প্রমাণপত্র সঙ্গে আনতে হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: