মুখস্থনির্ভর শিক্ষা ব্যবস্থা দিয়ে চলবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মুখস্থনির্ভর শিক্ষা ব্যবস্থা দিয়ে চলবে না। শিক্ষাকে আনন্দময় করতে হবে। ভবিষ্যতের রূপকল্পের বাংলাদেশ গড়তে দক্ষতা বাড়াতে হবে, আত্মশক্তিতে বলিয়ান হতে হবে। বুধবার (৩০ নভেম্বর) স্টেট ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, রূপকল্প ২০৪১ বাস্তবায়নে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। উচ্চশিক্ষার জন্য কৌশলগত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এজন্য ‘বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল’ গঠন করা হয়েছে। ‘ন্যাশনাল ব্লেন্ডেড এডুকেশন মাস্টার প্ল্যান’ চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে। অবকাঠামোর পাশাপাশি শিক্ষায় প্রযুক্তির মেলবন্ধন করা হচ্ছে।
তিনি বলেন, দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চালু হওয়ার সময় অনেকের মনে অনেক অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু অল্প সময়েই মানের দিক থেকে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় অভিকর্ষতা অর্জন করেছে।
নতুন গ্রাজুয়েটদের উদ্দেশে ডা. দীপু মনি বলেন, তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারাই নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নেবে। তরুণদের স্বপ্ন দেখতে হবে। বঙ্গবন্ধুর কথায় বলতে হয় আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ারুল কবির। সমাবর্তনে এক হাজার ৮২৫ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: