বনের গাছ কেটে ডোবায়, চারদিন পর উদ্ধার

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ০৪:১১ পিএম

বনি ইয়ামিন, রাঙ্গাবালী (পটুয়াখালী) থেকে: পটুয়াখালীর রাঙ্গাবালীতে বনায়ন থেকে চুরি করে গাছ কেটে ডোবার পানিতে লুকিয়ে রেখেছিল দুর্বৃত্তরা। এ ঘটনা জানাজানির চারদিন পর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তেলিপাড়া গ্রাম থেকে ১৪ খন্ড বনজ গাছ উদ্ধার করেছে বন বিভাগ।

বন বিভাগের ভাষ্য, ওই ইউনিয়নের চরহালিম এলাকার বেড়িবাঁধের দুই পাশে সৃজিত বন বিভাগের বনায়ন থেকে গাছগুলো কাটা হয়েছে। স্থানীয় লোকজন জানায়, প্রায় এক সপ্তাহ আগে তেলিপাড়া গ্রামের জামাল শরীফের বাড়ির সামনের ডোবায় গাছগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়। বিষয়টি বন বিভাগ জানতে পারে চারদিন আগে। পরে তিন দফায় ঘটনাস্থলে এসে আকাশ মনি ও বাবলা প্রজাতির ১৪ খন্ড বনজ গাছ উদ্ধারে করে বৃহস্পতিবার জব্দ দেখিয়েছে বন বিভাগ।
এ ব্যাপারে বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, গাছ উদ্ধার করা হয়েছে। গাছ কাটার সঙ্গে যারাই জড়িত বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: