নবীগঞ্জে ছাত্রদলের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে স্থগিত

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ০৬:২৬ পিএম

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষনার ২৪ ঘন্টা অতিবাহিত না হতেই এসব কমিটি স্থগিত করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক রশিদুল ইসলাম ও সদস্য সচিব মাছুম আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দীঘলবাক ইউনিয়নে আল আমিনকে সভাপতি ও মোঃ জাবেদ আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি, আউশকান্দি ইউনিয়নে ফরহাদুল ইসলামকে সভাপতি ও নাঈম আহমদ তালুকদারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি, বাউসা ইউনিয়নে ফয়ছল আহমেদকে সভাপতি ও মামুন মিয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি, কালিয়ারভাঙ্গা ইউনিয়নে মোহাইমিনুল ইসলামকে সভাপতি ফরহাদ আল হাসানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি, পানিউমদা ইউনিয়নে মোফাজ্জল খান রুমানকে সভাপতি ও সফিকুল ইসলাম রোপনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।

এতে নেতাকর্মীদের মাঝে আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা যায়। তবে ২৪ ঘন্টা না পেরোতেই কমিটি স্থগিত করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। বুধবার (৩০ নভেম্বর) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নবীগঞ্জ উপজেলার অধিনস্থ ইউনিয়ন কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত থাকার নির্দেশনা দেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের এক নেতা জানান- কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে একটি আনন্দ-উদ্দীপনা ছিল, ইউনিয়নের নেতৃবৃন্দ জেলা কমিটিকে টাকা না দেয়ার কারণে কমিটিগুলো স্থগিত করা হয়েছে। এছাড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুস সাকিব উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তার অনুপস্থিতিতে যুক্তরাজ্য হতে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিত করায় বিতর্কের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক রশিদুল ইসলাম বলেন- হবিগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে গঠনতান্ত্রিক ভাবে কমিটি গঠন করা হয়। পরবর্তীতে কী কারণে জেলা ছাত্রদল কমিটিগুলো স্থগিত করেছে তা জানিনা।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাফিজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তির ছবি পোস্ট করে এতে লিখেছেন- দপ্তর সম্পাদক নাজমুস সাকিব লন্ডন থেকে কিভাবে সিগনেচার করে মাথায় আসে না।

এ প্রসঙ্গে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান বলেন- দলীয় নির্দেশনা না মেনে কমিটি প্রকাশ করায় এসব কমিটি স্থগিত করা হয়েছে। দপ্তর সম্পাদক যুক্তরাজ্যে অবস্থান প্রসঙ্গে তিনি বলেন- সংবাদ বিজ্ঞপ্তি তো রাজপথের আন্দোলন নয় যে স্ব-শরীরে উপস্থিত থাকতে হবে, এখন হোয়াটস অ্যাপের যুগ বাহিরে থাকলেও অনলাইনে কাজ বাহিরে থেকে করা যায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: