ধর্মপাশায় বিশ কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ০৮:২৯ পিএম

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ২০ কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ীক আটক করেছে পুলিশ। আটককৃতরা হল,হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে আমীর আলী (৩০) ও একেই উপজেলার আব্দার হাওর গ্রামের ইমরান হোসেন সুমন (১৯) এবং নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা সালেঙ্গা গ্রামের মোঃ সাদেক মিয়ার ছেলে কামাল মিয়া (২০)। বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টায় উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর স্পীডবোড ঘাট থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলার সদর ইউপির অন্তর্গত মহদীপুর স্পীডবোড ঘাট গোপন সংবাদের ভিত্তিত্বে সুনামগঞ্জ পুলিশ সুপারের দিক নির্দেশনায় ধর্মপাশা সার্কেল মোঃ আলী ফরিদ আহমদ ও অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুস সবুর মিয়া সহ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মহদীপুর স্পীডবোড ঘাটে গতিবিধি সন্দেহ জনক হলে তাদের তল্লাশি করে আটক তিন জনের হেফাজত থাকা ৩টি ব্যাগের ভিতরে রক্ষিত অনুমান ২০ কেজি (আধা মণ) গাঁজা ও একটি ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়।

ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, আসামীদের জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে ক্রয় করে সুনামগঞ্জ জেলা ধর্মপাশা থানা এলাকা হয়ে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানা এলাকা হয়ে ঢাকা উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: