নানা আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি

প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২২, ০২:৫০ পিএম

নানা আয়োজনে পার্বত্য জেলা বান্দরবানে পালিত হচ্ছে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি। এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন ছিল বান্দরবানে। বান্দরবান সেনা রিজিয়ন ও পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, বিনামূল্যে চিকিৎসা শিবির, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার সকালে বেলুন ও পায়ড়া উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক। এ সময় তার সাথে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক‍্যশৈহ্লা, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, সদর জোনের অধিনায়ক লেঃ কর্নেল মাহামুদুল হাসান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার, সিভিল সার্জন নিহার রঞ্জন, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শহরের জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে পাহাড়ি বাঙালি সহ বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষ অংশগ্রহণ করে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নারী পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেয়। পরে অরুণ সারকী টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া শহরের রাজার মাঠে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবির ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সন্ধ্যায় রাজার মাঠে রয়েছে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: