বাগেরহাটে পানিতে ডুবে নারীর মৃত্যু

প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২২, ০৩:২৫ পিএম

বাগেরহাটের চিতলমারীতে পানিতে ডুবে সাবিনা ইয়াসমিন (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার নালুয়া দক্ষিণপাড়া গ্রামের বাড়ির সামনের খাল থেকে তাঁকে উদ্ধার করা হয়। ১১টার দিকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের চিকিৎসক জয়িতা সাহা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত সাবিনা ইয়াসমিন নালুয়া দক্ষিণপাড়া গ্রামের কৃষক আব্দুর রব শেখের স্ত্রী। তাঁদের এক মেয়ে দুই ছেলে রয়েছে। মৃত সাবিনা ইয়াসমিনের স্বামী আব্দুর রব শেখর বলেন, বাড়ির সামনের খালে কাপড় ধুতে গিয়ে পড়ে যায় আামার স্ত্রী। পরে আমার ছেলে রফিকুল ইসলামসহ গ্রামবাসিরা তাঁকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: