বরগুনায় মাদক সচেতনতা সভায় হতাশ বক্তারা

বরগুনা জেলা পুলিশের আয়োজনে মাদক বিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বরগুনার পুলশ সুপার মো: আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইডি এসএম আক্তারুজ্জামান। সভায় হতাশা ব্যক্ত করেছেন বক্তারা। মাদক বিরোধী কাযক্রম ঝিমিয়ে পড়া সহ মাদক ব্যবসায়ীদের জামিন হবার কারনে মাদকে ব্যবহার ক্রমেই বাড়ছে বলে আলোচনায় উঠে আসে। জেলা পুলিশকে আরও দৃশ্যমান পদক্ষেপ গ্রহনের আহবান জানানো হয়েছে। বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: জাফর হোসেন তার বক্তব্যে বলেন, আমরা দশ বছর আগেও মাদক বিরোধী যে বক্তব্য রেখেছি এবং শুনেছি এখনও তাই শুনছি।
আমাদেরকে মাদকমুক্ত করতে কি আরও যুগের পর যুগ অপেক্ষা করতে হবে। আমি হতাশ আদৌ মাদকমুক্ত করা সম্ভব হবে কিনা আমার সন্তানের ভবিষ্যত কি হবে। একজন ব্যক্তির মোবাইল ফোন উদ্ধার করেছিল বরগুনা থানা পুলিশ কিন্ত মোবাইল ফোন দেয়ার পরে চোর কে সে বিষয়ে প্রশ্ন করতে নিষেধ করে পুলিশ। এই অবস্থার পরিত্রান দরকার।
পৌর কমিউনিটি পুলিশের সভাপতি সুখরঞ্জন শীল বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান সভা সমাবেশ ঝিমিয়ে পড়েছে আপনারা সাথে থাকলে আমরা আরও তৎপর হতে পারবো। বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ভুবন চন্দ্র বলেন, পুলিশকে মাদক মামলায় আটাকের সাথে যে প্রতিবেদন দেয়া হয় তার পরিবর্তন দরকার এজন্য অনেক আসামীর জামিন হচ্ছে। বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলে, আমি হতাশ নই আমাদের চেষ্টা করতে হবে। শয়তানের সাথে না থেকে ভালোর সাথে থাকতে হবে। বিচার বিভাগের কাছে যেতে হবে তাদের বোঝাতে হবে।
তাদের কারও সন্তান যদি মাদকাসক্ত হতো তাহলে তারা বুঝতো আইনের মারপ্যাচে যেন তাদের জামিন না হয়। সভায় আরও বক্তব্য রাখেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলঅ পরিষদের চেয়ারম্যান অঅলহাজ্ব জাহাঙ্গীর কবির, পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, উপজেলা চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম, সাবেক মেয়র অ্যাডভোকেট শাহজাহান মিয়া, মুক্তযোদ্ধা আব্দুল মোতালেব মৃধা, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া প্রমুখ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: