বিএনপি-জামাত বাংলাদেশের উন্নয়ন চায় না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি বলেছেন, বিএনপি-জামাত বাংলাদেশের উন্নয়ন চায় না, কারণ তাদের সাধের পাকিস্তান আজ ব্যার্থ ও অকার্যকর রাষ্ট্র। বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল হবে, এটা তারা মেনে নিতে পারেনা। চারদলীয় জোট যখন ক্ষমতায় ছিল আমরা চার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি, তারা আমাদের জন্য কলঙ্ক বয়ে এনেছে।
রবিবার বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রণাঙ্গন ধানুয়া কামালপুর মুক্ত দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া দুর্নীতি, টাকা পাচার ও এতিমের টাকা চুরির অপরাধে আদলত কর্তৃক দোষী সাব্যস্ত, তার ছেলে তারেক একুশে আগষ্ট গ্রেনেড হামলা, টাকা পাচার ও দুর্নীতির সাজাপ্রাপ্ত আসামী হয়ে বিদেশে বসে কলকাঠি নাড়ে। সেই দলের মহাসচিব বলে পাকিস্তান নাকি ভালো ছিল, পাকিস্তান কোন দিক দিয়ে ভালো ছিল? আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট যুদ্ধে ওদের পরাজিত করে দুর্নীতির শেকড় উপরে ফেলতে হবে।
ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর জেলা প্রশাসন মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, আবুল কালাম আজাদ এমপি, বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেছূর রহমান, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগম প্রমুখ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: