পুলিশের বিশেষ অভিযান: সারাদেশে ১৩১৯ জন গ্রেপ্তার

প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ০৯:৫৫ পিএম

চলতি ডিসেম্বরের শুরু থেকে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে সারাদেশে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ২২৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১ হাজার ৩১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় গ্রেপ্তারদের বিরুদ্ধে সারাদেশের বিভিন্ন থানায় ৪০৫টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান।

তিনি বলেন, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ২২৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১ হাজার ৩১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বলা হয়, বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা মহানগর এলাকা থেকে ২৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: