নড়াইলে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ০২:২১ পিএম

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান রনি (২৬) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে নড়াইল-নওয়াপাড়া সড়কের নলদীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে মধুগাতি এলাকার মৃত অসলাম ফকিরের ছেলে। তারা নওয়াপড়ায় স্থায়ীভাবে বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতের দিকে নড়াইল-নওয়াপাড়া সড়কের নলদীরচর এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্তলেই মোটরসাইকেলে থাকা মেহেদী হাসান রনির মৃত্যু হয়। নিহত রনি নড়াইল সদর উপজেলার ১২নং বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুকের বড় ভাই মৃত আসলাম ফকিরের ছেলে।

সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান,তিনি বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক বলেন, মরহুমের নামাজে জানাজা আজ বুধবার বেলা ১১টায় নওয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: