প্রকাশিত হবে অধিভুক্ত সাত কলেজের ৪র্থ মেধাতালিকা, সুযোগ পাবে ২২শ জন

আসন খালি থাকা সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিষয় ও কলেজ পছন্দের চতুর্থ এবং সবশেষ মনোনয়ন প্রকাশিত হতে যাচ্ছে। এ মেধা তালিকায় সুযোগ পেতে যাচ্ছেন প্রায় ২১-২২শ শিক্ষার্থী।
সোমবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, গেল অক্টোবরে সাত কলেজের তৃতীয় মেধা তালিকা প্রকাশের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা ও মেধাতালিকা প্রকাশের কার্যক্রম শেষ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে খালি আসনে মেধাতালিকা অনুযায়ী আরও কিছু শিক্ষার্থী ভর্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আলোকেই চতুর্থ মেধা তালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। ১৫ অথবা ১৬ ডিসেম্বর এই তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৭-২২ ডিসেম্বরের মধ্যে এই মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ধারণা করা হচ্ছে, সব মিলিয়ে ২১-২২শত শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এরমধ্যে বিজ্ঞানের ফাঁকা আসন রয়েছে প্রায় ১ হাজার ৫০০টি, মানবিকের প্রায় ৪৫০টি এবং ব্যবসায় শিক্ষায় ফাঁকা আসন আছে প্রায় ৩৫০টির মতো।
এর আগে চলতি বছরের গত ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় উত্তীর্ণ ও মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই পরবর্তীতে কলেজ ও বিষয় পছন্দ ফরম পূরণের সুযোগ পেয়েছেন।
যেখানে মোট আসন ছিল ২১ হাজার ৫১৩টি। যার মধ্যে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি, বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৯ হাজার ৭০৩টি।
ঢাবি অধিভুক্ত সাত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহিদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: