রাবির নবজাগরণ ফাউন্ডেশনের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ০১:৫২ পিএম

কামরুল হাসান অভি, রাবি থেকে: ১০ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অসহায় ও শীতার্ত ৫০টি পরিবারের মাঝে কম্বল ও মাফলার বিতরণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবজাগরণ ফাউন্ডেশন। সোমবার (১২ ডিসেম্বর) রাত ৯ টায় রাজশাহী শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায়দের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ না পরলেও রাজশাহীতে চলছে পুরাদমে তীব্র শীত। দিনে হিমেল বাতাস, রাতে কনকনে শীত। শীত মাসটিকে একশ্রেণির মানুষ শীত প্রিয় ঋতু বলে উপভোগ করলেও আরেক শ্রেণির মানুষের এক টুকরো উষ্ম কাপড়ের অভাবে হাড় কাঁপে। এই হাড়কাঁপানো শীতার্তদের মুখে হাসি ফোটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন প্রতিবছরের ন্যায় এবারও তাদের হাতে তুলে দিয়েছেন শীতবস্ত্র।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় উষ্ণ কাপড়ের অভাবে জীর্ণশীর্ণ হয়ে শুয়ে থাকতে দেখা যায় একদল শীতার্ত মানুষকে। রাবির স্টেশন বাজারের পুরাতন রেল ছাউনিতে রাস্তার পাশে আগুন জ্বেলে শীত দূরীকরণে চলে তাদের নানান ব্যর্থ চেষ্টা। তাই রাবির স্টেশন বাজার, মেইন গেইট মাজারের সামনে বিভিন্ন জায়গায় কম্বল হাতে ঘুরে ঘুরে অসহায় মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর, নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. রুখসানা বেগম, সাদিকুল ইসলাম।

এছাড়াও নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা এবং সাবেক সহ-সভাপতি সুমাইয়া রহমান কান্তি, সাবেক সভাপতি খালিদ হাসান, সাবেক সাধারন সম্পাদক মো. রিফাত হোসেন, যুগ্ম সম্পাদক মো. নয়ন আলী, বর্তমান যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, বর্তমান সহ-সভাপতি মো. আলী আশরাফ, বর্তমান সভাপতি রাশেদুল ইসলামসহ নবজাগরণ ফাউন্ডেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: