চুয়াডাঙ্গার জীবননগরে একজনকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ০৩:৪৫ পিএম

মিজানুর রহমান, চুয়াডাঙ্গা থেকে: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে এক ব্যাক্তিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে গহেশপুর গ্রামের মোঃ তারেককে (৪০) কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। রাতেই তাকে জীবননগর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়া হয়। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারেক মারা যান।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, নিহত মোঃ তারেক জীবননগর উপজেলার গহেশপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। এলাকার মাদক পাচারকারিদের সাথে তার বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে সোমবার রাতে তাকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে দোয়ারপাড়া মাঠে কুপিয়ে আহত করা হয়। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোঃ তারেক মারা গেছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের ব্যাপারে অভিযান শুরু হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: