পাঁচ বছর নিখোঁজ থাকার পর পুলিশের সহায়তায় পরিবারে ফিরল আমেনা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ০৭:২৬ পিএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ০৫ বছর থেকে নিখোঁজ থাকা আমেনা বেগম নামে ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে জুড়ী থানা পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আমেনা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রায় ০৫ বছর ধরে নিখোঁজ ছিল পঞ্চগড় জেলার মানসিক ভারসাম্য হীন ওই নারী। অস্বাভাবিক অবস্থায় আমেনা বেগমকে উদ্ধার করে পুলিশ প্রটেকশনে জুড়ী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমেনা বেগমের সাথে কথা বলে তার পরিবারের ঠিকানা ও মোবাইল নাম্বার সংগ্রহ করা হয়। পরিবারের সাথে যোগাযোগ করে তাকে তার অবিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।

পাঁচ বছর পর স্বামী তাঁর স্ত্রীকে ও সন্তান তার মা কে ফিরে পেলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আমেনা বেগমের পরিবার জুড়ী থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্বজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুয়েল উদ্দিন বলেন, গত রাতে আমার ইউনিয়নের দুর্গাপুর গ্রামের লোকজন একজন অজ্ঞাত নারীকে ঘোরাঘুরি করতে দেখেন। পরে আমাকে তারা খবর দেন। আমি এসে ওই নারীর সঙ্গে কথা বলে তার পরিবারের তথ্য চাই। তিনি অসুস্থ থাকায় তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেই। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ধান চেয়ে পোস্ট করা হয়। এরপর পুলিশের মাধ্যমে পরিবারের খোঁজ-খবর নিয়ে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই পুলিশের লক্ষ্য। আমাদের সামান্য সহযোগিতায় সন্তান তার মাকে ফিরে পেল। আমাদের এই মহৎ কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: