আ.লীগের দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে অঝোরে কাঁদলেন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী

সাভার উপজেলার আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শামীম আহাম্মেদ সুমন ভুঁইয়া তার দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় জামগড়াস্থ চেয়ারম্যান বাড়ীর নিজ বাস ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১০ ডিসেম্বর তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বরাবরে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করেন।
অবব্যাহতির কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, তার বাবার মৃত্যু পর তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। ফলে তার বর্তমানে দলীয় কার্যক্রম পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয়। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে এখন দল থেকে সরে আসতে চান আওয়ামী লীগের এই নেতা।
সংবাদ সম্মেলনে শামীম আহম্মেদ বলেন, আমি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। জীবনের ৪০ বছরের বেশিরভাগ সময়ই কেটেছে আওয়ামী লীগের রাজনীতি করে। ২০০১-২০০৮ পর্যন্ত ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত যুবলীগের আশুলিয়া থানা কমিটির প্রতিষ্ঠাতা সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদে দায়িত্বে আছি।
তিনি আরও বলেন, দলের দুঃসময়ে একাধিক মামলায় জেল খেটেছি দীর্ঘদিন। আমার বাবা সৈয়দ আহমেদ মাস্টার গত ২৮ অক্টোবর বার্ধক্যজনিত কারণে মুত্যুবরণ করেন। তিনিও মৃত্যুর আগ পর্যন্ত সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। এক মাস আগে বাবার মৃত্যুতে এই ইউনিয়নের আসনটি শূন্য হয়। দল থেকে আমি এই নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছিলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য একজনকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে।
শামীম আহম্মেদ সুমন জানান, মনোনয়ন না পেলেও ইয়ারপুর ইউনিয়নের জনগণ তাকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধ করছে। তবে তিনি নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করতে চান না। তাই দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।
তিনি কান্নায় ভেঙে পড়ে আরো বলেন, যত দিন বেঁচে থাকবে ততদিন হৃদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করবেন।
এ সময় সাংবাদিক সম্মেলনে সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: