সিলেট মহানগর বিএনপির বিক্ষোভ

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি বলেছেন, “বিএনপির নেতাকর্মীদের গুম, খুন, হামলা, মামলা ও গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবে না। গত ৭'ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশী হামলা, গুলি করে স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপার্সন উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সহ বিএনপির হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করে পাক হানাদার বাহিনীর বর্বরতাকে ও শাসকগোষ্ঠী হার মানিয়েছে।
খুন,গুম, নির্যাতন, গ্রেফতারের পরও ঢাকায় লক্ষ লক্ষ গণতন্ত্রকামী সাধারণ মানুষ অংশ নিয়েছে। অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সকল রাজবন্দীদের মুক্তি না দিলে জনগণই নেতৃবৃন্দকে মুক্ত করে নিয়ে আসবে।” সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আম্বরখানা পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী'র সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী'র পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, এড. হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিসবাহ উদ্দিন, বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এমদাদ হোসেন চৌধুরী, রোকসানা বেগম শাহনাজ, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, আহবায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে আমির হোসেন, নিহার রঞ্জন দে, সৈয়দ তৌফিকুল হাদি, মুর্শেদ আহমদ মুকুল, আফজাল উদ্দিন, শামিম মজুমদার, মতিউল বারী খুর্শেদ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: