বিশ্বে করোনায় আরও ১১০৪ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৭২৫ জন। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১ লাখ ৭৫ হাজার ৯৬১ জন আক্রান্ত হয়েছে জাপানে। ২৬৬ জনের মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৭২ জন এবং মারা গেছেন ২৮ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৩৭ জন এবং মারা গেছেন ১৩৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৮৫২ জন এবং মারা গেছেন ২৯ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৭৭ জন এবং মারা গেছেন ৫৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১৭ জন এবং মারা গেছেন ৩২ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৬৮ জন এবং মারা গেছেন ১২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩ জন এবং মারা গেছেন ৪ জন। ব্রাজিলে মারা গেছেন ১৫৩ জন এবং সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ৭৩১ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৮৬ জন। জাপানে মারা গেছেন ২১৪ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার ৫৫৫ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৬১ হাজার ৬৭৯ জন। সুস্থ হয়েছেন ৬২ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৯৩১ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: