নাগরপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০৪:২২ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এদিনে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন পুষ্প অর্পণ, দোয়া করেন। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬, নাগরপুর দেলদুয়ারের সংসদ সদস্য আহ্সানুল ইসলাম টিটু।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, নীরেন্দ্র কুমার পোদ্দার প্রমুখ। আলোচনাসভা পরিচলনা করেন, সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ। এ সময় বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালে ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্থান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণির সব বুদ্ধিজীবীকে হত্যা করে। তাদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবসে এ আয়োজন করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: