ফুলবাড়ীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০৫:৩২ পিএম

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে শুরুতেই সকল শহীদ বুদ্ধিজীবীদের বিন্র শ্রদ্ধা জানানো হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মন্ডল, ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রমার তাসলিমা খাতুন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, পৌর কাউন্সিলর হারান দত্ত প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: