ফ্রান্স-মরক্কো লড়াইয়ে পরিসংখ্যানে কারা এগিয়ে?

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০৭:২৩ পিএম

প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে উঠেই ইতিহাস গড়েছে মরক্কো। এবার তাদের সামনে সবচেয়ে বড় বাধা ফ্রান্স। যারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। বুধবার (১৪ ডিসেম্বর) আল বায়েত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। আসরের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ৮ বছর পর ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বুধবারের লড়াইয়ে যারা জিতবে তারা শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে মেসি বাহিনীর।

১৯৭০ সালে বিশ্বকাপ অভিষেক হয় মরক্কোর। এবারের আগে আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে গ্রুপ পর্ব পার করেছিল ১৯৮৬ আসরে। অন্যদিকে ১৯৩০ সালে বিশ্বকাপের উদ্বোধনী আসরে খেলা ১৩ দলের একটি ফ্রান্স। এ নিয়ে বিশ্বকাপে ১৬ বার খেলছে দুইবার শিরোপা জেতা দলটি।

বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কো। অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত দুই দল পাঁচবার মুখোমুখি হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে আফ্রিকার দেশটির বিপক্ষে কখনও হারেনি ফ্রান্স। দুই দলের প্রথম দেখা ১৯৮৮ সালে, যেখানে ২-১ গোলে জিতেছিল ফরাসিরা। সবশেষ সাক্ষাৎ ২০০৭ সালে। প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এ ছাড়া দুই দলই বেশ কিছু আনঅফিসিয়াল ম্যাচ খেলেছিল।

এদিকে ১৯৯৮ সালে ব্রাজিলের পর প্রথম শিরোপাধারী দল হিসেবে সেমি-ফাইনালে খেলতে যাচ্ছে ফ্রান্স। ২০০২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুই আসরে ফাইনালে খেলার হাতছানি ফরাসিদের সামনে। টানা দুইবার বিশ্বকাপ জেতা দল ইতালি ও ব্রাজিল। ২০১৮ সালে রাশিয়া আসরে শিরোপা জেতা ফ্রান্সের সামনেও এখন এই রেকর্ড ছোঁয়ার সুযোগ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: