সাতক্ষীরার আকাশে দেখা মিলেছে অদ্ভুত এক আলোর

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ০৯:৩৩ পিএম

ইমরান হোসেন, সাতক্ষীরা থেকে: সাতক্ষীরার আকাশে দেখা মিলেছে অদ্ভুত এক আলোর। স্থানীয় বাসিন্দারা অনেকেই এ দৃশ্যের ছবি ও ভিডিও ধারণ করেন মোবাইলে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে এ দৃশ্যের ভিডিও।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টায় দেখা মেলে অদ্ভুত ও রহস্যময় এ আলোর। আবহাওয়া অধিদফতর বলছে- মেঘ ও সূর্যের সংমিশ্রনে এমন আলোর উৎপত্তি হয়েছে।

এ প্রসঙ্গে সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, আকাশে মেঘ ও সূর্যের সংমিশ্রণে এমনটা তৈরি হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাতক্ষীরা জেলার সব এলাকা থেকে এ চিত্র দেখা গেছে বলেও জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: