আকাশে দেখা গেলো অদ্ভুত এক আলো!

বাগেরহাটসহ দেশের দক্ষিণাঞ্চলের আকাশে হঠাৎ দেখা গেছে রহস্যময় আলো। প্রত্যক্ষদর্শীদের দাবী অনুযায়ী, এক থেকে ৩ মিনিট স্থায়ী ওই আলোটি একই স্থানে কিছু স্থির থেকে দ্রুতগতিতে ছুটে গিয়ে নিভে যায়। তবে এই নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের দিকে আকাশের বেশ উপরিভাগে ওই আলোটি দেখা যায়। বাগেরহাট সদরে থেকে আকাশের সেই দৃশ্যটি দেখেছে আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, আকাসের দক্ষিণ দিকে হঠাৎ করে একটি আলো দেখতে পাই। সেটি বেশ উজ্জল ছিল। দ্রুতি গতিতে সেটি আবার কিছুক্ষণের মধ্যে হারিয়ে গেছে।
বাগেরহাটের শরণখোলার বাসিন্দা ইসমাইল হোসেন লিটন বলেন, প্রথমে আকাশে আলোটি দেখে আমি বেশ ভয় পেয়ে যায়। পরে অন্যদের ডেকে সেটি দেখায়। সেটি আসলে কি বুঝতে পারেনি। আমি নিজেও এর আগে কোন দিন এই রকম কিছু আকাশে দেখি নাই।
জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা সিদ্দিক শেখ বলেন, আকাশে জ্বলন্ত আগুন ছুটতে দেখে আমাদের এলাকায় বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে। তবে এটা কি ছিলো তা নিয়ে কেউ কিছু বলতে পারছে না।এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনাটি নিয়ে বেশ সাড়া ফেলেছে। কৌতুহলি মানুষ সামাজিক যোগাযোগ বিষয়টি কি তা জানার চেষ্টা করছেন।
তবে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি আবহাওয়া অফিস। মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ অমরেশ চন্দ্র ঢালি বলেন, ‘সন্ধ্যা ৬ টা থেকে রাত ৭ টাকা টার মধ্যে আকাশে জ্বলন্ত একটি ব্স্তু দেখতে পাওয়ার সংবাদ পেয়েছি। সেটি উল্কা বা ধুমকেতু হতে পারে। বা অন্যকিছুও হতে পারে। এটা এখনো আমি স্পষ্ট করে কিছু বলতে পারছি না।’
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: