ময়মনসিংহে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে পদ বঞ্চিত নেতারা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে মুক্তাগাছা থানার সামনে ময়মনসিংহ -টাঙ্গাইল মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এ-সময় দুই পাশে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাবু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দের নেতৃত্বে সমাবেশে প্রায় একহাজার ছাত্রলীগের নেতাকর্মী অংশ গ্রহণ করে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দে গণমাধ্যমকে বলেন, মুক্তাগাছা ছাত্রলীগের কমিটি কাউকে না জানিয়ে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সভাপতি সম্পুর্ন অবৈধ ভাবে ব্যাকডেটে কমিটি অনুমোদন দিয়েছে। এই কমিটি আমরা মানি না।
ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাবু গণমাধ্যনকে বলেন, কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়া বিতর্কিত ও জামায়াত-বিএনপি থেকে উঠে আসা ছেলেদের দিয়ে করা হয়েছে এই কমিটি। বিবাহিত, অছাত্র ও অযোগ্যদের দিয়ে এ কমিটি করা হয়েছে।
এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন গণমাধ্যমকে বলেন, নিয়ম মেনে গঠনতন্ত্র অনুযায়ী কমিটি দেয়া হয়েছে। যারা পদ পায়নি তারাই ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য আন্দোলন করছে।
দীর্ঘ সাড়ে তিন বছর পর গত পাঁচ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন অলি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে মাহমুদুল হাসান মাসুদকে সভাপতি ও ইমামুল হক ইমনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে এই কমিটি ঘোষণার পর পরই নানা অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: