নানা আয়োজনে বাসাইলে মহান বিজয় দিবস উদযাপন

টাঙ্গাইলের বাসাইলে জমকালো ও বর্ণীল আয়োজনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান বিজয় দিবস। প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। বেলা বাড়ার সাথে সাথে সাধারণ জনতার পদচারনায় অনুষ্ঠানের কেন্দ্রস্থল শহীদ মিনার চত্তর রূপ নেয় লাল সবুজের বিজয় উল্লাসে।
বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনার ও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুলিশ, আনসার ভিডিপি, স্কাউট-গার্লস গাইড ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সালাম গ্রহন, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন, আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান।
দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বীর শহীদদের প্রতি শহীদ মিনার ও স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল ৮.৩০ টায় উপজেলা কেন্দ্রীয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহন করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. জোয়াহেরুল ইসলাম, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ এবং বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
এসময় বিভিন্ন সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধাগন, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা স্বাধীনতা ভিত্তিক বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করে। ডিসপ্লে শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
পরে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: