সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০৩:৫৪ পিএম

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। শুক্রবার (১৬ ডিসেম্বর)সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচী শুরু হয়। পরে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বকতসহ বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সুনামগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ সুরে শহীদদের গার্ড অব অনার জানান।

এছাড়াও দিনটি পালনে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সমাবেশসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এছাড়াও জেলার ১২টি উপজেলা যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: