পীরগাছা গণগ্রন্থাগার পাঠাগারের উদ্বোধন

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০৪:৩৩ পিএম

“বই পড়া হয়ে উঠুক সাম্প্রদায়িক বিষবাষ্পকে রুখে দেয়ার হাতিয়ার”- এ শ্লোগানে রংপুরের পীরগাছায় গণগ্রন্থাগার পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে পীরগাছা জেএন হাইস্কুল সংলগ্ন পাঠাগারটি উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।

এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন, জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মিয়া, উপজেলা আ.লীগের সভাপতি তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বিপ্লব প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পাঠাগারের সদস্য ডা. আকিব ফয়সাল ইস্তি, ইকরামুল ইসলাম রেজা, গালিবুর রহমান রতু, এসএম হেছানুর রহমান রাসেল, ইয়াসিন আরাফাত ও শাহ সামছুদুল হাসান তুষার সহ আরও অনেকে।

এসময় পাঠাগারের পক্ষ থেকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে বই উপহার দেন আকিব ফয়সাল ইস্তি সহ অন্যরা। পরে মন্ত্রীসহ অতিথিরা পাঠাগার পরিদর্শন করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: