শিক্ষা কর্মকর্তাকে অপহরন ও নির্যাতন শ্রমিকলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ১০:০২ পিএম

বরগুনার সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহম্মদ আরিফুজ্জামানকে অপহরন করে আটকে রেখে নির্যাতন, টাকা ছিনতাই ও সাদা স্টাম্পে সাক্ষর রাখায় শ্রমিকলীগ নেতা শহিদুল ইসলাম পলাশ (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি আহমেদ বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অপহরন ও নির্যাতনের অভিযোগে পলাশ নামের একজনকে শুক্রবার সন্ধায় গ্রেফতার করা হয়েছে।

জেলা শ্রমিকলীগ সভাপতি আব্বাস হোসেন মন্টু বলেন, পলাশ শ্রমিকলীগের কেউ নয়, তার সাথে সংগঠনের কোন সম্পর্ক নেই। বরগুনা সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, পলাশের স্ত্রী ইশরাত জাহান সুরভি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অনলাইনে বদলীর আবেদনে ত্রুটি থাকায় তার বদলী হয়নি। স্ত্রীর বদলী না হওয়ায় বুধবার সন্ধায় আরিফুজ্জামানকে পলাশ সহ ৩ জন শহরের বাজার সড়ক থেকে তার মটর সাইকেল থেকে নামিয়ে জোর পূর্বক একটি ঘরে মধ্য নিয়ে আটক করে নির্যাতন করে। একপর্যায় তার পকেটে থাকা টাকা ছিনতাই করে সাদা স্টাম্পে সাক্ষর রাখে। এই ঘটনা কাউকে বললে তার বসতঃঘর পুড়িয়ে দেয়া সহ তাকে হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেয়া হয়।

আজ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা প্রশাসক জানতে পেরে থানায় মামলা দায়ের করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: