কুমিল্লা জয় উদযাপনকালে শিশুর মৃত্যু, আহত ২

বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের উল্লাসে কুমিল্লায় মোটর সাইকেল নিয়ে আনন্দ মিছিল বের করে বেশক'জন যুবক। এ সময় মোটর সাইকেলের ধাক্কায় শাওন নামে এক শিশু মারা গেছে। মটর সাইকেল চালক ও আরোহিসহ ২জন আহত। রাত সাড়ে ১২টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জেলার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের পূর্ব বাতাড়িয়া সড়কের ইউটার্নে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শাওন (১১) খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির ছাত্র। সে ওই এলাকার পত্রিকার হকার মিলন মিয়ার ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে খিলা আজিজ উল্লাহ হাইস্কুলের প্রধান শিক্ষক মুনির হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় খিলা আজিজ উল্লাহ হাইস্কুলের দপ্তরি নিহতের চাচা বাচ্চু মিয়া জানায়, মোটর সাইকেল নিয়ে মিছিলে আনন্দ করতে গিয়ে খিলা পূর্ববাতাড়ীয়া ইউটার্নে মোটর সাইকেল ঘোরানোর সময় ধাক্কা শিশুর শাওনের মারা গেছে।
এদিকে স্থানীয় হুমায়ুন কবির মানিক জানান, গুরুত্বর আহত মটর সাইকেল চালক অন্তরকে ঢাকায় নেয়া হয়েছে। আহত অন্তর নাথেরপেটুয়া শেখ জসিমের ছেলে। রাতে অন্তরকে আহত অবস্থায় প্রথমে কুমিল্লা নগরের টাওয়ার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর মটর সাইকেল আরোহী বরল্লা গ্রামের জিহাদকে লাকসাম জেনারেল হাসপাতালে চিকিৎসার্ধীন রয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: