চোরের সুমতি, ১২০ দিন পর ফিরিয়ে দিল মোটরসাইকেল

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ০৫:৩৯ পিএম

চুরি করার ১২০ দিন পর মালিককে চোরাই মোটরসাইকেল ফিরিয়ে দিয়েছে এক চোর। কুড়িগ্রামের রাজারহাট এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার মোটরসাইকেলের মালিক আব্দুর রহিম বিষয়টি প্রকাশ করেন।

জানা গেছে, গত ১৪ আগস্ট উপজেলা সদর বাজারের ধান ব্যবসায়ী আব্দুর রহিমের দোকানের সামনে থেকে তার একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল চুরি হয়ে যায়। সে সময় তিনি রাজারহাট থানায় জিডি করেন। তবে পুলিশ ও মালিকপক্ষ মোটরসাইকেলের সন্ধান পাননি।

তিন মাস পর গত ১৫ ডিসেম্বর সকালে আব্দুর রহিম দোকানের সামনে তার মোটরসাইকেলটি দেখতে পান। মোটরসাইকেলের সঙ্গে তিনি একটি চিরকুট পান। তাতে মোটরসাইকেলের নাম্বার-প্লেট কোথায় পাওয়া যাবে সেই ঠিকানা উল্লেখ করে লেখা ছিল, ‘গাড়ি ফেরতের বিষয় প্রকাশ করবেন না।’ পরে তিনি মোটরসাইকেল ফেরত পাওয়ার বিষয়টি রাজারহাট থানা কর্তৃপক্ষকে অবহিত করেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান বলেন, মোটরসাইকেল ফেরত পাওয়া সংক্রান্ত বিষয়ে রাজারহাট থানায় একটি জিডি করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: