মেসিদের পক্ষে বাজি ধরেও ১০ কোটি হারলেন এই গায়ক

কাতারে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিওনেল মেসির হাতেই উঠেছে বিশ্বকাপ। কিন্তু ৯০ মিনিটের খেলায় সেই কাপ আর্জেন্টিনার পক্ষে চূড়ান্ত না হওয়ায় কারো কোনো ক্ষতি হয়নি, এটাই ভাবতেই পারেন, কেননা কাপ তো মেসির হাতে এসেছেই। না, ভাবছেন তা নয়। কারো কারো ক্ষেত্রে এতেই বিশাল ক্ষতি হয়ে গেছে।
র্যাপার ড্রেকের বিশ্বাস ছিলো যে কোন মুল্যে এবারের বিশ্বকাপ ট্রফি উঠবে মেসির হাতে। নীল-সাদা দলের উপরই এক মিলিয়ন মার্কিন ডলার (১০ কোটি ৬ লাখ টাকার বেশি) বাজি ধরেছিলেন কানাডীয় গায়ক। রবিবার রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ইতিহাস লিখলেন লিও মেসি। ফ্রান্সকে পেনাল্টি শুট আউটে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এই জয়ের সঙ্গেই দু-দশের ট্রফি খরা কাটল লাতিন আমেরিকার।
আর্জেন্টিনার বিশ্বজয়ে ফুটবল সমর্থকরা যখন উল্লাসে মেতেছেন, তখনই মাথা ঠুকতে হচ্ছে ড্রেককে। কিন্তু প্রশ্ন হলো মেসির জয় নিয়ে বাজি ধরেও কেন টাকা খোয়ালেন ড্রেক? এক ফরাসি সংবাদপত্র সূত্রে জানা গেছে, যে মার্কেটে জুয়া খেলেছিলেন ড্রেক সেখানে এক্সট্রা টাইমের ফলাফল বিবেচ্য হয় না। ৯০ মিনিটে ম্যাচ জিতলে তবেই সেই স্কোরকে বৈধ বলে গণ্য করা হয়। রবিবার ৯০ মিনিটে খেলার ফল ছিল ২-২। শুরুর ৭৯ মিনিট আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে এমবাপের জোড়া গোলে ম্যাচে সমতা ফেরায় ফ্রান্স।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ফের মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা কিন্তু ১১৭ মিনিটে ফের পেনাল্টি পায় ফ্রান্স, জালে বল ঢোকাতে বেশি সময় নেননি এমবাপ্পে। পেনাল্টি শ্যুট আউটে ৪-২-এর ব্যাবধানে ফ্রান্সকে পরাজিত করে বিশ্বকাপ জেতে লিওনেল মেসির দল। যদি নব্বই মিনিটের ভেতর ম্যাচ জিততে সফল হতো আর্জেন্টিনা তাহলে জুয়া খেলে ১.৭৫ মিলিয়ন মার্কিন ডলার ( (১০ কোটি ৬ লাখ টাকার বেশি) লাভ করতেন ড্রেক। তবে এই প্রথম এত বড় অঙ্কের টাকা জুয়ার হারেননি ড্রেক। গত মাসেই ইউএফসি-র বাউটে ইসরায়েল আদেসানয়ার ওপর বাজি ধরে প্রায় ১৭ কোটি টাকা পানিতে গিয়েছিল ড্রেকের।
কানাডীয় সিটকম ‘ডেগ্রাসি’র হাইস্কুল স্টুডেন্টের চরিত্রে অভিনয় করে শোবিজ দুনিয়ায় আত্মপ্রকাশ ড্রেকের। সেলিব্রিটি নেট ওর্থের দেওয়া তথ্য অনুয়ায়ী, ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক এই র্যাপার।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: