পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে ১০০ ব্রিজ বানাতে চান ব্যারিস্টার সুমন

পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে ১০০টি ব্রিজ বানাতে চান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ।মঙ্গলবার (২০ ডিসেম্বর) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে নির্মিত ৪২তম ব্রিজ উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার সুমন বলেন, মানুষের কষ্ট লাগবের জন্য আমি এখন পর্যন্ত ৪২টি ব্রিজ উপহার দিয়েছি। আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ১০০টি ব্রিজ বানিয়ে যেতে চাই। প্রতিটি ব্রিজ আমার কাছে মাইলফলক। পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে এই রেকর্ডকে আরও বড় করতে চাই।
তিনি ব্রিজটির প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন, ছোট ব্রিজটি পাকুড়িয়া গ্রামবাসীর জন্য খুবই প্রয়োজন ছিল। ফসলাদি আনা-নেওয়ার জন্য এতদিন তাদের খুব কষ্ট হতো। একটি বাঁশের সেতু দিয়ে শিশু-বৃদ্ধ ও গ্রামের মানুষরা ঝুঁকি নিয়ে পারাপার হতেন। এখন তো খালটিতে পানি নেই। কিন্তু বর্ষার সময় এটি একটি নদীর মতো হয়ে যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার নিউজার্সির কাউন্সিলর উইমেন শেফা উদ্দিন। ৪২তম এই ব্রিজটি ডেডিকেট করা হয়েছে আলহাজ শাহ আজম উদ্দিন নামে মৌলভীবাজার জেলার এক ব্যক্তির নামে। যিনি এদেশের ৫শ মানুষকে যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ করে দিয়েছেন।
প্রধান অতিথি শেফা উদ্দিন তার প্রতিক্রিয়ায় বলেন, আমার বাবার নামে ব্রিজটি ডেডিকেট করায় আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছি। ব্যারিস্টার সুমন ভাই যেভাবে মানুষের জন্য কাজ করছেন, তেমনিভাবে কাজ করতে চাই। মানুষের জন্য কোনোকিছু করা মানেই সুযোগ সৃষ্টি করা। তাই ব্যক্তি পর্যায়ে মানুষের সেবায় যুক্ত হওয়া উচিত।
৪২তম ব্রিজ উদ্বোধক মামুন চৌধুরী বলেন, এই ব্রিজটি একটি ভালোবাসার ব্রিজ। ছোট হলেও এই এলাকার মানুষের জন্য এটি অনেক বড়। সুমনের সঙ্গে যে মানুষের অন্তরের সম্পর্ক রয়েছে, তা এখানে দেখলাম। সব মানুষেরই সফলতা আছে। ওই সফলতাকে তখনই সফল বলা যায়, যখন তা সকল মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: