ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ০৮:০৮ পিএম

নাসির উদ্দিন টিটু, কেরানীগঞ্জ (ঢাকা) থেকে: কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মোঃ আব্দুর রউফ মীরদাহ (৭৩) নামের চেক জালিয়াতি মামলার এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে রাজধানীর মিরপুর-২ এলাকার জি ব্লকের মৃত আব্দুল হামিদ মিরদাহ এর পুত্র।

বুধবার (২১ ডিসেম্বর) ভোরে সাড়ে পাঁচটায় হঠাৎ তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, আব্দুর রউফ একটি ১৫ লক্ষ টাকার চেক জালিয়াতি মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিল। সে আগে থেকেই এজমা রোগে আক্রান্ত ছিল। আজ সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।সমস্ত আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: