সাকিবের বিদায়ের পর বাংলাদেশের শতক

ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ লাঞ্চের পর প্রথম বলেই অধিনায়ক সাকিব আল হাসানকে হারায়। উমেশ যাদবের বলে ব্যক্তিগত ১৬ রানে চেতশ্বর পুজারাকে ক্যাচ দেন তিনি। তবে এরপর মুমিনুল হক ও মুশফিকুর রহিম জুটি দলকে শতক এনে দেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০০ রান করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
প্রথমে ব্যাটিং পাওয়া টাইগাররা উদ্বোধনী জুটিতে ৩৯ রান তোলে। তবে পর পর দুই ওভারে বাংলাদেশের দুই ওপেনার বিদায় নিয়েছেন। প্রথম টেস্টে অভিষেক সেঞ্চুরি করা জাকির হাসানকে লোকেল রাহুলের ক্যাচে ফেরান জয়দেব উনাদকাট। ১৫তম ওভারের শেষ বলে দলীয় ৩৯ রানে মাথায় ১৫ রান করে মাঠ ছাড়েন জাকির। পরের ওভারের পঞ্চম বলে রবীচন্দ্রন অশ্বিনের বলে এলবি হয়ে ফেরেন ২৪ রান করা নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ একাদশে ফিরেছেন মুমিনুল হক ও তাসকিন আহমেদ। তবে বাদ পড়েছেন ইয়াসির আলী ও এবাদত হোসেন।
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।
ভারত: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমন গিল, চেতশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋশভ পন্থ (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: