প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ করতে প্রজম্মের পর প্রজম্ম ভূমিকা পালন করবে: হুইপ স্বপন

জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, বর্তমান সময়ের মেধাবী ও অনুসন্ধিৎসু প্রজম্ম দেশের জন্য অকাতরে কাজ করে দেশকে সম্পূর্ণরূপে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয় - স্মার্ট বাংলাদেশে পরিণত করার ক্ষেত্রে প্রজম্মের পর প্রজম্ম নিজ নিজ ভূমিকা পালন করে যাবে। তারা দেশ বিরোধীদের গুজবে কান না দিয়ে দেশের মানুষকে সচেতন করবে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল চত্ত্বরে জয়পুরিয়ান ট্রাস্টের আয়োজনে ও জয়পুরহাট ডিস্ট্রিক্ট স্টুডেন্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেডিসাব) এর ব্যবস্থাপনায় ‘মেধাবীদের মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হুইপ আবু সাঈদ আল মাহমুদ ডিজিটাল বাংলাদেশের সুফল সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জয়পুরহাটে আইটি সেন্টার স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ছাত্র-ছাত্রীদের জ্ঞানের বিশালতার সঠিক প্রয়োগের মাধ্যমে দেশকে বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে পৌঁছে দিতে অবদান রাখার উপর গুরুত্বরোপ
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ধ্যানকে ধারণ করে ‘স্মার্ট জয়পুরহাট’ গড়ে তুলতে ছাত্র-ছাত্রী ও এলাকার সকল পর্যায়ের মানুষ সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে জয়পুরহাটের মেধাবী শিক্ষার্থীবৃন্দ জয়পুরহাটের কতিপয় সমস্যা সমাধানকল্পে বিশেষ করে চিকিৎসা, শিক্ষা, কৃষি, পোলট্রি উন্নয়ন ইত্যাদি বিষয়ে সামগ্রিক অবস্থার আরও উন্নয়নের লক্ষ্যে করণীয় নির্ধারণে আবু সাঈদ আল মাহমুদের সার্বক্ষণিক তদারকির জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ‘হামার জয়পুর, হামার ঠিকানা, হামার ভালবাসা’য় সিক্ত হয়ে উদীয়মান শিক্ষার্থীবৃন্দ জয়পুরহাটকে আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলার বিষয়ে সকলে একযোগে কাজ করার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংসদ-সদস্যবৃন্দ, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ জয়পুরিয়ান ট্রাস্টের প্রধান সমন্বয়কারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: