আইপিএলের নিলাম আজ, লিটনসহ রয়েছেন ৪ বাংলাদেশি

                       
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, ২৩ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

আজ শুক্রবার (২৩ ডিসেম্ব) বাংলাদেশ সময় বিকেল ৩টায় কোচিতে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৬তম আসরের নিলাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৩ আসরের নিলামের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন চার বাংলাদেশি। প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ছেন দুজন।

চার বাংলাদেশি হলেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস ও আফিফ হোসেন। সাকিব ছাড়া আর কারও আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই। সাকিবের ভিত্তিমূল্য ২ কোটি ইন্ডিয়ান রুপি আর বাকি তিন জনের ৫০ লাখ রূপি করে। নাম দিয়েও বাদ পড়েছেন শরিফুল ও নাসুম।

নিলামে অলরাউন্ডার ক্যাটাগরিতে প্রথম সেটেই রয়েছে সাকিব আল হাসানের নাম। অলরাউন্ডার ১ সেটের ৩ নম্বরে (স্যাম কারেন ও ক্যামেরুন গ্রিনের পর)।

উইকেটকিপার ক্যাটাগরিতে প্রথম সেটে নাম এসেছে লিটন দাসের। উইকেটকিপার সেট ১ এর ২ নম্বরে লিটন (টম ব্যান্টনের পর)। আরেক বাংলাদেশি অলরাউন্ডার আফিফ হোসেনের নাম এসেছে ৪ নম্বর সেটে। ফাস্ট বোলার ক্যাটাগরির দ্বিতীয় সেটে আছেন স্পিডস্টার তাসকিন আহমেদ।

বিদেশি হট প্রপার্টি হতে টি-টোয়েন্টি শিরোপাধারী ইংল্যান্ডের কিছু দুর্দান্ত ক্রিকেটার অপেক্ষা করছে। প্রথমেই আছেন বেন স্টোকস। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের সঙ্গে দলকে জয় পেতে বড় ভূমিকার রাখেন তিনি। ২০১৮ সালের আইপিএল নিলামে সর্বোচ্চ দামি খেলোয়াড়ও ছিলেন। আইপিএল রাইজিং পুনে সুপারজায়ান্টস, রাজস্থান রয়্যালসের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে স্টোকসের। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার কে দলে পেতে ঝাঁপাতে পারে সব দলই।

এবারের আইপিএলের নিলামে নাম উঠবে ৪০৫ ক্রিকেটারের। এর মধ্যে ভারতীয় ২৭৩ জন এবং বাকি ১৩২ ক্রিকেটারই বিদেশি। ১৩২ জনের মধ্যে দল পাবেন মাত্র ৩০ জন। এক নজরে কোন তারকারা থাকছেন আইপিএল ২০২৩ মিনি অকেশনে

২ কোটি বেস প্রাইস: বেন স্টোকস, স্যাম কারান, নিকোলাস পুরান, ক্যামেরন গ্রিন, সাকিব আল হাসান, জেসন হোল্ডার, টম ব্যান্টন, ক্রিস জর্ডন, টাইমাল মাইলস, জেমি ওভারটন, ক্রেইগ ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, ট্র্যাভিস হেড, ক্রিস লিন, কেন উইলিয়ামসন, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, রিলি রোসোউ, রাসি ভ্যান ডার ডুসেন।

১.৫ কোটি বেস প্রাইস: শন অ্যাবট, রিলি মেরেডিথ, ঝিয়ে রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, সাকিব আল হাসান, হ্যারি ব্রুক, উইল জ্যাকস, ডেভিড মালান, জেসন রয়, শেরফেন রাদারফোর্ড, ন্যাথান কুটার-নাইল।

১ কোটি বেস প্রাইস: মায়াঙ্ক আগরওয়াল, মণীশ পান্ডে, মহম্মদ নবি, মুজিব উর রহমান, ময়েসেস হেনরিকস, অ্যান্ড্রু টাই, জো রুট, লুক উড, মাইকেল ব্রেসওয়েল, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরিখ ক্লাসেন, ট্যাব্রাইজ শামসি , কুশল পেরেরা, রোস্টন চেজ, রাখিম কর্নওয়াল, শাই হোপ, ডেভিড উইজ।

ইমদাদ/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]