আইপিএলের নিলামে দল পেলেন সিকান্দার রাজা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৬তম আসরের নিলামে দল পেয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। ৫০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস।
এদিন বাংলাদেশ সময় বিকেল ৩টায় কোচিতে শুরু হয় আইপিএলের এবারের আসরের নিলাম। যেখানে বিকেল সাড়ে তিনটার পরপরই তোলা হয় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। কিন্তু তার প্রতি কোনো দলই আগ্রহ দেখায়নি। ফলে নিলামে অবিক্রিত থেকে যান তিনি।
এরপরই নিলামে ঝড় তুলেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরান। তাকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। এরপর ৫০ লাখ রুপিতে সিকান্দার রাজাকেও দলে ভেড়ায় তারা। এই জিম্বাবুয়ের অলরাউন্ডারের প্রতি পাঞ্জাব বাদে অন্য কোনো দল আগ্রহ দেখায়নি ফলে ৫০ লাখ রুপিতেই এক ডাকে বিক্রি হন তিনি।
এবারের আইপিএলের নিলামে নাম উঠবে ৪০৫ ক্রিকেটারের। এর মধ্যে ভারতীয় ২৭৩ জন এবং বাকি ১৩২ ক্রিকেটারই বিদেশি। ১৩২ জনের মধ্যে দল পাবেন মাত্র ৩০ জন। এক নজরে কোন তারকারা থাকছেন আইপিএল ২০২৩ মিনি অকেশনে–
২ কোটি বেস প্রাইস: বেন স্টোকস, স্যাম কারান, নিকোলাস পুরান, ক্যামেরন গ্রিন, সাকিব আল হাসান, জেসন হোল্ডার, টম ব্যান্টন, ক্রিস জর্ডন, টাইমাল মাইলস, জেমি ওভারটন, ক্রেইগ ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, ট্র্যাভিস হেড, ক্রিস লিন, কেন উইলিয়ামসন, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, রিলি রোসোউ, রাসি ভ্যান ডার ডুসেন।
১.৫ কোটি বেস প্রাইস: শন অ্যাবট, রিলি মেরেডিথ, ঝিয়ে রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, সাকিব আল হাসান, হ্যারি ব্রুক, উইল জ্যাকস, ডেভিড মালান, জেসন রয়, শেরফেন রাদারফোর্ড, ন্যাথান কুটার-নাইল।
১ কোটি বেস প্রাইস: মায়াঙ্ক আগরওয়াল, মণীশ পান্ডে, মহম্মদ নবি, মুজিব উর রহমান, ময়েসেস হেনরিকস, অ্যান্ড্রু টাই, জো রুট, লুক উড, মাইকেল ব্রেসওয়েল, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরিখ ক্লাসেন, ট্যাব্রাইজ শামসি , কুশল পেরেরা, রোস্টন চেজ, রাখিম কর্নওয়াল, শাই হোপ, ডেভিড উইজ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: