আওয়ামী লীগের সম্মেলনে যেসব রাস্তা বন্ধ থাকবে

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২, ০৫:৩৪ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামীকাল শনিবার (২৪ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সেদিন সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের কিছু এলাকায় রাস্তা বন্ধ আবার কিছু এলাকায় রোড ডাইভারশন দেইয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন চলাকালে রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপির ওই সংবাদে বলা হয়, শনিবার কাঁটাবন ক্রসিং, ইন্টারকন্টিনেন্টাল হোটেল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং এলাকায় রাস্তা বন্ধ ও রোড ডাইভারশন দেওয়া হবে। এদিন নগরবাসীকে এসব এলাকার রাস্তায় চলাচল না করে বিকল্প রাস্তা ব্যবহার করতে অনুরোধ করেছে ডিএমপি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: